মঙ্গলবার থেকে রাসিকের গৃহকর আদায় পক্ষ শুরু

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রাজশাহী সিটি করপোরেশনের গৃহকর আদায় পক্ষ। নগর ভবনের বঙ্গবন্ধু সংলগ্ন স্থানে এনিয়ে মেলা আয়োজন করেছে রাসিক।

১৫ দিনব্যাপী এই মেলা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। সোমবার সন্ধ্যায় রাসিকের জনসংযোগ কর্মকর্তা মাহাবুবুর রহমান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার বেলা ১১টায় এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এর আগে সকাল ১০টার দিকে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী বের হবে। নগর ভবন থেকে বেরিয়ে র‌্যালীটি নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে মহিলা কলেজ সড়ক ঘুরে আসবে।

রাসিক সূত্র জানিয়েছে, ১৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত প্রত্যেক ওয়ার্ড কার্যালয়ে কাউন্সিলররা গৃহকর আদায় ক্যাম্প পরিচালনা করবেন। শুক্রবার, শনিবার ও সরকারী ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

এছাড়া ১৬ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে থাকছে রচনা প্রতিযোগীতা। রচনার শিরোনাম নির্ধারণ করা হয়েছে- ‘নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধ করবো, পরিকল্পিত নগর গড়বো’ ।

৩০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে পুরো আয়োজনের পর্দা নামবে।

বিএ-২০/১৫-০৪ (নিজস্ব প্রতিবেদক)