আরসিআরইউ’র সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

dav

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দুই দিনব্যাপী সাংবাদিকতার বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কলেজের রসায়ন ভবনের ১০২ নম্বর কক্ষে এ কর্মশালার সমাপণী অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির প্রধান পৃষ্ঠপোষক কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজশাহী কলেজ প্রশাসন সবসময়ই চেয়েছে শিক্ষার্থীরা যেন কথা বলতে, লিখতে শেখে। রিপোর্টার্স ইউনিটি প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা কথা বলতে, লিখতে শিখলেই এ প্রশিক্ষণ কর্মশালা সার্থক হবে।

রিপোর্টার্স ইউনিটি শুধু কলেজের ভালো কাজের কথা তুলে ধরবে এমনটা না, তারা কলেজের বিভিন্ন কাজের গঠনমূলক সমালোচনা করবে এমনটাই আমার চাওয়া। এসময় তিনি প্রশিক্ষনার্থীদের কাছে তাদের অনুভূতি শোনেন এবং তাদের প্রশংসা করেন।

রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিষ্ট’র (বিএফইউজে) সহ-সভাপতি মামুন-অর-রশিদ, আরসিআরউ’র উপদেষ্টা মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক আজমত আলী রকি ও বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান শাওন।

এসময় বিএফইউজে সহ-সভাপতি মামুন-অর-রশিদ বলেন, রাজশাহী কলেজে সাংবাদিকতা বিষয়ে পাঠদান নেই। কিন্তু সেই অভাবটা পূরণ করছে রিপোর্টার্স ইউনিটি। আমি বলব, কলেজের অন্য সংগঠনের চেয়ে সবচেয়ে সাহসী সংগঠন। আর যারা তোমরা আমার সামনে আছো তারা সবচেয়ে বেশি সাহসী।

সাহসী বলছি এই কারনে যে, ধরা যাক কলেজে কোন প্রকার অসঙ্গতি বা দুর্নীতি হলে সে বিষয়ে সবার আগে কথা বলবে বা লিখবে রিপোর্টার্স ইউনিটি। এসময় তিনি বিভিন্ন বিষয়ে তাদের পরামর্শ দেন।

সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আরসিআরইউ’র সহ-সভাপতি এম ওবাইদুল্লাহ, সংগঠনিক সম্পাদক মোফাজ্জল বিদ্যুৎ, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক হাদিসুর রহমান, কার্যনির্বাহী সদস্য রিবিকা বালা, সদস্য ইন্দিরা ঘোষ প্রমূখ।

প্রশিক্ষণের সমাপনী দিনে সেশন পরিচালনা করেন জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক ফেরদৌস সিদ্দিকী ও দৈনিক ইত্তেফাকের ফটোসাংবাদিক আজাহার উদ্দিন। কর্মশালা শেষে প্রায় ৫৫জন প্রশিক্ষনার্থীর হাতে সনদ তুলে দেয়া হয়।

বিএ-০৮/০১-০৫ (নিজস্ব প্রতিবেদক)