রাজশাহীর সীমান্তে অস্ত্র-মাদক উদ্ধার

রাজশাহীর সীমান্ত থেকে গুলিসহ অস্ত্র, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার গভীর রাতে পবা উপজেলার পূর্ব বাথানবাড়ী এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

রোববার সকালে রাজশাহী ১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলামের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পূর্ব বাথানবাড়ী নামক স্থানে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। রাত ১টার দিকে ৪-৫ জনের একটি সংঘবদ্ধ অস্ত্র পাচারকারী দল ভারত থেকে বাংলাদেশে অস্ত্র ও ফেনসিডিল প্রবেশকালে বিজিবি টহল দল তাদের আটক করার চেষ্টা করে।

এ সময় তারা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন, ১০০ বোতল ফেনসিডিল ও ১৬৫ পিস ইয়াবা পাওয়া যায়।

বিএ-১৬/০৫-০৫ (নিজস্ব প্রতিবেদক)