রাজশাহীতে বিপুল পরিমাণ হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীর তানোরে দুই কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ কাইয়ুম আলী মিয়া (৫১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বুরুজঘাট কাচারিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

কাইয়ুম আলী মিয়া ওই গ্রামের মৃত রোস্তম আলী মিয়ার ছেলে। সোমবার সকালে তার বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

দুপুরের দিকে ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

র‌্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাইয়ুম আলী মিয়ার কাছ থেকে ২১ প্যাকেটে ২ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় জব্দ করা হয় হেরোইন বিক্রির নগদ ১২ হাজার ৯০০ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

তিনি আরো জানান, কাইয়ুম আলী মিয়া এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে মাদক কারবারে নিজের সম্পৃক্ততার দায় স্বিকার করেছেন তিনি। পরে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, সোমবার বিকেলে মাদক ব্যবসায়ী কাইয়ুম আলী মিয়াকে আইনী প্রক্রিয়া শেষে আদালদের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিএ-১৯/১৭-০৬ (নিজস্ব প্রতিবেদক)