রাজশাহীতে পুলিশ সদস্যকে কুপিয়ে পালালো পাগল

রাজশাহীতে এক পুলিশ সদস্যকে পেছন থেকে কুপিয়ে পালিয়েছে এক মানসিক ভারসাম্যহীব ব্যক্তি। মঙ্গলবার বিকেলে নগর পুলিশের ট্রাফিক বিভাগের দপ্তরের সামনে এই ঘটনা ঘটে।

পরে আহত কনস্টেবল জয়রাম কুমারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে। পলাতক হামলাকারীকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জয়রাম নগরীর কাশিয়াডাঙ্ড়া পুলিশ চেকপোস্টে দায়িত্বপালন করছিলেন। কাগজপত্রবিহীন জব্দকৃত একটি মোটরসাইকেল রাখতে বিকেলে ট্রাফিক পুলিশের দপ্তরে এসেছিলেন।

মোটরসাইকেল রেখে বেরিয়ে যাবার সময় পেছন থেকে অজ্ঞাত এক ব্যক্তি তাকে কুপিয়ে পালিয়ে যান। ওই সময় তার কাছে থাকা হেলমেটও ছিনিয়ে নিয়ে যান ওই ব্যক্তি।

আহত ওই পুলিশ সদস্যকে রামেক হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আক্রমনকারী মানসিক ভারসাম্যহীন। পলাতক ওই ব্যক্তিকে আটক করা গেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এনিয়ে আইনত ব্যবস্থা নেয়ার কথাও জানান নগর পুলিশ মুখপাত্র।

বিএ-১৪/০৩-০৯ (নিজস্ব প্রতিবেদক)