অর্থের ছড়াছড়ি রাসিক নিয়োগে!

রাজশাহী সিটি করপোরেশনে (রামিক) নিয়োগে ব্যাপক অর্থের ছড়াছড়ির অভিযোগ উঠেছে। একটি চক্র নগর ভবনে নিয়োগের শর্তে চাকরি প্রত্যাশীদের সাথে চুক্তিতে যাচ্ছেন।

ক্ষমতাশীন দলের স্থানীয় নেতা এবং মেয়রের কয়েকজন ঘনিষ্ট ব্যক্তি এই লেনদেন নিয়ন্ত্রন করছেন বলে অভিযোগ উঠেছে।

পদ ভেদে বিভিন্ন অংকের অর্থ লেনদেনের খবর পাওয়া গেছে।

এতোদিন সেই খবর হাওয়ায় উড়ছিলো। সেই খবর পৌঁছে গেছে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের কান অব্দি।

চাকরি প্রত্যাশীদের নিয়োগের জন্য অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার এনিয়ে এক বার্তায় নগর কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সকল পদে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

এমতবস্থায় সংশ্লিষ্ট সকলকে আর্থিক লেনদেনসহ সকল ধরনের অনিয়মে জড়িত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ রাজশাহীর সকল প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও সংশ্লিষ্ট সকল প্রার্থীকে কোন ধরনের নিয়মবর্হিঃভূত কর্মকাণ্ড এবং অর্থ লেনদেনে লিপ্ত না হওয়ারও অনুরোধ জানিয়েছেন মেয়র লিটন।

জানা গেছে, ১৭৯ পদে নিয়োগে গত ২৪ আগস্ট দৈনিক সমকাল ও বাংলাদেশ প্রতিদিন এবং ২৫ আগস্ট দৈনিক প্রথম আলো পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে রাসিক।

বিএ-১৪/১৭-০৯ (নিজস্ব প্রতিবেদক)