স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

ফাইল ছবি

রাজশাহীর তানোরে স্বামীর উপর অভিমান করে সাহেরা খাতুন (৩২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার সকালে উপজেলার চাপড়া এলাকার স্বামীর বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

দুই সন্তানের জননী সাহেরা খাতুন ওই গ্রামের দিনমজুর সেলিম উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, শনিবার দিনগত রাতে উপজেলার বিলকুমারি বিলে মাছ ধরতে যান সেলিম উদ্দিন। ওই সময় তাকে বাধা দেন স্ত্রী। এনিয়ে তাদের বাকবিতন্ডা হয়। শেষে স্ত্রীর বাধা উপেক্ষা করে মাছ ধরতে বেরিয়ে যান সেলিম।

রোববার সকাল ৬টার দিকে বাড়ি ফিরে শোবার ঘরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তখনই থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শোবার ঘরের তীরের সাথে পরনের কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন ওই গৃহবধূ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। স্বামীর উপর অভিমানে আত্মঘাতি হন তিনি।

ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

বিএ-০৮/২২-০৯ (নিজস্ব প্রতিবেদক)