আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর ২০৫টি পূজামণ্ডপকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা পরিষদ। বৃহস্পতিবার দুপুরে নিজের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার মণ্ডপ কমিটির সভাপতিদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
এ সময় তিনি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, প্রতিবছরই দুর্গাপূজার সময় মণ্ডপগুলোকে আর্থিক সহায়তা করা হয়।
এবারও জেলা ও মহানগর এলাকার ২০৫টি মণ্ডপকে আর্থিক সহায়তা দেওয়া হলো। আগামীতেও এই সহায়তা দেয়া হবে বলেও উল্লেখ করেন চেয়ারম্যান।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য আবুল ফজল প্রামানিক, সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য জয়জয়ন্তী সরকার মালতি প্রমুখ।
বিএ-১৩/০৩-১০ (নিজস্ব প্রতিবেদক)