রাজশাহীতে পুলিশের পাহারায় টিসিবির পেঁয়াজ বিক্রি

রাজশাহীতে পুলিশের পাহারায় খোলাবাজারে পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শনিবার থেকে বিক্রি শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ে পেঁয়াজ পৌঁছানোর কারণে রোববার থেকে পুলিশি পাহারায় বিক্রি শুরু করে টিসিবি।

জানা গেছে, রাজশাহীর ৫টি পয়েন্টের মধ্যে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্ট, কোর্ট এলাকা, ভদ্রা মোড়, রেলগেট ও আমচত্ত্বর এলাকায় ট্রাকে করে বিক্রি হচ্ছে টিসিবির পেঁয়াজ। পেয়াঁজ ক্রয় করতে ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে। তবে পর্যাপ্ত পেঁয়াজের যোগান রয়েছে বলে জানিয়েছে টিসিবির ডিলাররা।

টিসিবি সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে মহানগরীর ৫টি পয়েন্টে ৪৫ টাকা করে বিক্রি হচ্ছে পেঁয়াজ। বাজার থেকে একজন ভোক্তা প্রতিদিন সর্বোচ্চ এক কেজি পেঁয়াজ কিনতে পারবেন। বর্তমান খুচরা বাজারের চাইতে ১০০ থেকে ১২০ টাকা কমে ক্রেতারা পেঁয়াজ সংগ্রহ করতে পারবেন।

মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, রেলগেট, ভদ্রা এলাকা ঘুরে দেখা যায় টিসিবির পেঁয়াজ ক্রয় করতে ক্রেতাদের ব্যাপক ভীড় লক্ষ্য করা যায়। নগরীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে পেঁয়াজ সংগ্রহ করতে আসছেন ক্রেতারা। লাইনে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সীয় নারী পুরুষদের পেয়াজ কিনতে দেখা গেছে প্রতিটি ট্রাকের সামনে। শুধু নগরী নয়, নগরীর বাইরে থেকে পেয়াঁজ সংগ্রহ করছেন ক্রেতাগন। তবে জন প্রতি ১ কেজির বেশি পরিমান পেঁয়াজ বিক্রির দাবি জানান ক্রেতারা।

বাজারে ক্রেতাদের চাহিদা পুরণে টিসিবি প্রতিদিন সরবরাহ করবে মোট পাঁচ টন পেঁয়াজ। প্রতি পয়েন্টে দেয়া হবে এক টন করে। দেশে পেঁয়াজের বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে।

নগরীর মোহম্মদপুর টিকাপাড়া থেকে সাহেব বাজার জিরো পয়েন্ট টিসিবির পেঁয়াজ কিনতে আসা সোহেল মাহদুদ জানান, হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি আমাদের মতো মধ্যবৃ্ত্ত পরিবারের জন্য খুব কষ্টকর ব্যাপার। পরিমান অল্প হলেও কম দামে টিসিবির পেঁয়াজ কিনতে পেরে খুশি তিনি।

টিসিবির রাজশাহী কার্যালয়ের আঞ্চলিক প্রধান প্রতাপ কুমার জানান, পেঁয়াজের মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত খোলা বাজারে টিসিবির পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে। বিমানযোগে আমদানী করা পেঁয়াজগুলোই বিক্রি করা হবে। আজ থেকে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। এটি চলতে থাকবে বলেও জানান তিনি।

বিএ-০১/২৪-১১ (নিজস্ব প্রতিবেদক)