নতুন বছরে রাজশাহীর স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরের প্রথম দিনে রাজশাহীর স্কুলে স্কুলে চলে বই উৎসব। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। রঙিন মলাটের চকচকে বই হাতে পেয়ে এ সময় প্রতিটি স্কুলের শিক্ষার্থীরা প্রাণের উচ্ছ্বাসে মেতে উঠে।

বুধবার সকালে রাজশাহী সরকারি কলেজিয়েট স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবির খোন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন।

রাজশাহী কলেজিয়েট স্কুলের আয়োজনে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. হামিদুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাধ্যমিক উচ্চ শিক্ষার রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী, রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. মোসা. নুরজাহান বেগম, রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহা. নাসির উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবির খোন্দকার বলেন, বছরের প্রথম দিন সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া সরকারের একটি বড় অর্জন। এর মাধ্যমে রাজশাহীসহ গোটা দেশে ঝরে পড়া শিক্ষার্থীর হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় প্রাণের সঞ্চার ঘটেছে। যা গোটা শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনছে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে নতুন বছরের শুরুতেই বই হাতে পেয়ে বাধভাঙ্গা উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা। স্কুলের সব শিক্ষার্থীর কারও হাতে শোভা পাচ্ছিল নতুন বই। কারো হাতে বেলুন, কারো হাতে ছিল জরির ফিতা। স্কুল মাঠে শুধু যে কেবল শিক্ষার্থীরাই এসেছিল তা নয়। তাদের সঙ্গে এসেছিল অভিভাবকরাও।

বই হাতে পাওয়ার পর রাজশাহীর শহীদ নজমুল হক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সানোয়ার হোসেন আনন্দে উদ্বেলিত হয়ে জানান, বছরেরপ্র্রথম দিনে বই পেয়ে ভীষণ ভালো লাগছে। আজ থেকেই সে পড়ালেখা শুরু করবে। বার্ষিক পরীক্ষা পর থেকেই নতুন বইয়ের অপেক্ষা করছিল সে। আজ তা শেষ হয়েছে।

এদিকে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপপরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক হামিদুল হক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মোশাররফ হোসেন বাচ্চু। সভাপতিত্ব করেন অধ্যক্ষ সাইফুল হক।

আপরদিকে মহানগরীর মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম জানান, ২০২০ সালে রাজশাহী জেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩ লাখ ১শ’ ১১ শিক্ষার্থী রয়েছে। তাদের সবাই মিলে মোট ১৪ লাখ ১১ হাজার ২শ’ ৯৫টি নতুন বই পাচ্ছে। এছাড়া প্রাক-প্রাথমিক পর্যায়ে একই সংখ্যক শিক্ষার্থীর মাঝে ৪৭ হাজার ৩০টি নতুন বই বিতরণ হচ্ছে।

বিএ-১২/০১-০১ (নিজস্ব প্রতিবেদক)