ভাগনিকে উত্ত্যক্তের প্রতিবাদে মামাকে হত্যা: সেই বখাটে গ্রেফতার

রাজশাহীর বাঘায় স্কুল পড়ুয়া ভাগনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করার মামাকে হত্যার পর পলাতক বখাটে মো. সুমন আলী (১৯) গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রীজ এলাকা থেকে ওই বখাটেকে গ্রেফতার করে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল।

গ্রেফতার সুমন নাটোরের লালপুর উপজেলার মনিহারপুর গ্রামের আরজেদ আলী ওরফে ভোলা প্রমানিকের ছেলে।

ভাগনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় গত ১৪ জানুয়ারি রাতে বাঘা উপজেলার সুলতানপুর ভোলার মোড় এলাকায় নাজমুল হোসেনকে (২৮) কুপিয়ে হত্যা করে বখাটে সুমন ও তার দলবল।

নিহত নাজমুল সুলতানপুরের আজিজুর রহমানের ছেলে। বখাটেরা ওই সময় কুপিয়ে মারাত্মকভাবে আহত করে ওই ছাত্রীর বাবা ও ভাইকে।

এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে ২৮ জনের নামে মামলা দায়ের করেন। ওই মামলায় বখাটে সুমনকে প্রধান আসামী করা হয়। মামলায় সুমনসহ ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।

অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরো ৫ জনকে। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত সুমন।

র‌্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, সুমন নাজমুলের ভাগনিকে উত্ত্যক্ত করতো। এর জের ধরেই হত্যাকা-ের ঘটনাটি ঘটে।

কিন্তু সুমনই পলাতক ছিলো। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে এনে তাকে বাঘা থানায় হস্তান্তর করা হবে।

বিএ-০৭/২৩-০১ (নিজস্ব প্রতিবেদক)