রাজশাহীতে মেয়াদোত্তীর্ণ ব্লিচিং পাউডার বিক্রি, ১৫ হাজার টাকা জরিমানা

মেয়াদ উত্তীর্ণ ব্লিচিং পাউডার এবং মেয়াদ বিহীন হ্যান্ড স্যানিটাইজার বিক্রির দায়ে রাজশাহী নগরীর একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দণ্ড দেয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ এই অভিযানে নেতৃত্ব দেন।

তিনি বলেন, চড়া দামে মাস্ক বিক্রির অভিযোগ পেয়ে বিকেলে নগরীর নিউ মার্কেট এলাকার সার্জিক্যাল সামগ্রি বিক্রেতা প্রতিষ্ঠান জাজকো ট্রেডিং এ অভিযান চালানো হয়।

ওই সময় প্রতিষ্ঠানটিতে ২০১৮ সালে মেয়াদ পেরিয়ে যাওয়া ব্লিচিং পাওয়ার বিক্রির প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানচি নিজেদের তৈরী লেবেলবিহীন হ্যান্ড স্যানিটাইজারও বিক্রি করছিলো। পরে এনিয়ে প্রতিষ্ঠানটিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এই অভিযান চলবে বলেও জানান এই কর্মকর্তা।

বিএ-০২/২৪-০৩ (নিজস্ব প্রতিবেদক)