আড্ডাবাজদের পিটিয়ে ঘরে পাঠালো পুলিশ!

রাজশাহীতে আড্ডাবাজদের পিটিয়ে ঘরে পাঠালো পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় বাস টার্মিনাল থেকে নওদাপাড়া আম চত্বর পর্যন্ত তিনটি জাগায় ৫-৭ জন করে জটলা করে আড্ডা দেয়ার কারণে জেলা প্রশাসকের সাথে থাকা পুলিশ সদস্যদের পিটুনিতে আড্ডাবাজরা ঘরে ফিরে যান।

এদিকে রাজশাহীতে চায়ের দোকানের কেটলি-কাপ জব্দ করেছে পুলিশ। নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহী নগরীর দড়িখরবোনা এলাকায় একটি চায়ের দোকান খুলে জনসমাগম করায় উপশহর পুলিশ ফাঁড়ি দোকানটি বন্ধ করে দিয়েছে। এসময় ও চায়ের কেটলি-কাপ নিয়ে গেছে জব্দ করা হয়। এসময় চা ব্যবসায়ী পালিয়ে যান।

প্রশাসন থেকে বারবার নির্দেশ জারি করা হয় নগরীর দোকানপাট খুলে না রাখার জন্য।

বুধবার থেকে এই ধরনের দেশ জারি পর রাজশাহী অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়। কিন্তু শহরের বিভিন্ন মোড়ে মোড়ে কিছু চায়ের দোকান খুলে ব্যবসা করে আসছিলেন কিছু ব্যবসায়ী।

এতে করে জটলা পেকে ওইসব চায়ের দোকানে আড্ডা দিতে থাকেন লোকজন। ফলে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। এ কারণে সকাল থেকেই অভিযানে নেমেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিএ-২০/২৬-০৩ (নিজস্ব প্রতিবেদক)