করোনা উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ১৬ জন ভর্তি

করোনাভাইরাসে উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন।

বুধবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগিদের মধ্যে ১২ জনকে মিশন হাসপাতালে এবং ৪ জনকে রামেক হাসপাতালের করোনাভাইরাস পর্যবেক্ষণ ওয়ার্ড ৩৯ ও ৪০ নং ওয়ার্ডে রাখা হয়েছে।

রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস সাংবাদিকদের জানান, গত ২৪ ঘন্টায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসেছেন ১৬ জন। এদের মধ্যে ১২ জনকে মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যাদের মধ্যে চারজন মঙ্গলবার ও আটজন বুধবার ভর্তি হয়েছেন। সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। এছাড়াও গত ২৪ ঘন্টায় মিশন হাসপতালে ভর্তি ৯ জনকে ছেড়ে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, জ্বর আরও চারজন ভর্তি হন। তাদের ৩৯ ও ৪০ নং ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর গাইনি সমস্যসহ করোনা উপসর্গ নিয়ে আইসিইউতে যে কিশোরী ভর্তি রয়েছেন তার নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলাফল নেগেটিভ এসেছে।

বিএ-১০/২৯-০৪ (নিজস্ব প্রতবেদক)