হাসান আজিজুল হকের জানাজা মঙ্গলবার

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের জানাজা নামাজা মঙ্গলবার বাদ জোহর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে বিশ্ববিদ্যালয় কবরস্থানে লাশ দাফন করা হবে।

সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক সহযগী অধ্যাপক ড. আজিজুর রহমান।

তিনি জানান, ‘কথাসাহিত্যিক হাসান আজিজুল হক সোমবার রাত সাড়ে ৯ টা নিজ বাসভবনে ইন্তেকাল করেন। উপমহাদেশের প্রখ্যাত এই কথাসাহিত্যিকের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মঙ্গলবার দুপুর ১২ টায় তার লাশ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।

সেখানে সর্বস্তরের মানুষ প্রিয় লেখকের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবে। জোহরের নামাজের পর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩১ বছর শিক্ষকতার পর ২০০৪ সালে তিনি অবসর নিয়েছেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিক্ষকদের আবাসন এলাকা ‘বিহাস’- এ নিজের বাসায় ছিলেন।

এসএইচ-২৮/১৫/২১ (নিজস্ব প্রতিবেদক)