মার্কিন রাষ্ট্রদূতের সিসিডি বাংলাদেশ ও রেডিও পদ্মা পরিদর্শণ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সিসিডি বাংলাদেশ এবং রেডিও পদ্মা ৯৯ দশমিক ২ এফএম পরিদর্শন করেন।

সোমবার বিকেলে তিনি প্রতিষ্ঠান দুটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা ও কলা কুশলিদের সাথে মতবিনিময় করেন।

রাষ্ট্রদূত সিসিডি ও রেডিও পদ্মার কার্যক্রমের ভূঁয়শি প্রশংসা করেন এবং বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত তরুন-তরুনীদের সামাজিক সমস্যাগুলোতে নিজেদের তৎপরতা বৃদ্ধিতে উৎসাহ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউএসএআইডির মিশন ডিরেক্টর ক্যাট্রিন ডি স্টিভেন, সিসিডি বাংলাদেশের চেয়ারপার্সন ওয়ালিউর রহমান বাবু, চীফ কো-অর্ডিনেটর জি এম মুরতুজা, রেডিও পদ্মার স্টেশন ম্যানেজার শাহানা পারভিনসহ বিভিন্ন পর্যায়ের মার্কিন দূতাবাস কর্মকর্তা।

এর আগে রাষ্ট্রদূত রেডিও পদ্মা আয়োজিত আমেরিকা ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষিয় সম্পোর্কিত টকশোতে নিজের মতামত তুলে ধরেন।

এসএইচ-১৪/২৫/২২ (নিজস্ব প্রতিবেদক)