মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রেডিও পদ্মার অ্যাসিস্ট্যান্ট ব্রডকাস্ট ম্যানেজার

মন্ত্রিপরিষদ বিভাগ ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ তত্ত্বাবধানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন রেডিও পদ্মা ৯৯ দশমিক ২ এফএমের অ্যাসিস্ট্যান্ট ব্রডকাস্ট ম্যানেজার আসাদুর রহমান।

ব্রিটিশ কাউন্সিলের কারিগরি সহায়তায় প্লাটফর্মস ফর ডায়লগ প্রকল্পের আওতায় কমিউনিটি বেতারের অডিও ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন তিনি।

রোববার বিকেলে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের শেখ রাসেল মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতি গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।

প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শামসুল আরেফিন, যুগ্ম সচিব আয়েশা আক্তার এবং ব্রিটিশ কাউন্সিলের কারিগরি সহায়তায় প্লাটফর্মস ফর ডায়লগ প্রকল্পের টিম লিডার আরসেন স্টেপানিয়ানসহ আরো অনেকে।

প্রতিযোগিতায় ভিডিও ৪, প্রিন্ট ৭ ও অডিও ক্যাটাগরিতে ৯ জন পুরস্কার অর্জন করেন।

এসএইচ-০৭/০১/২২ (নিজস্ব প্রতিবেদক)