রাজশাহীতে অটো রিকশা ধর্মঘট প্রত্যাহার

দুই দিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশা ধর্মঘটের পর মানুষের দুর্ভোগ ও ভোগান্তির কথা চিন্তা করে রাজশাহী মহানগরীতে সোমবার সকাল থেকে হঠাৎ করেই চলতে শুরু করেছে সিটি সার্ভিস বাস। সকাল থেকে অন্তত পাঁচটি বাস মহানগর এলাকায় চলাচল করছে।

বাস চলাচল শুরু করায় কোনো সমঝোতা বৈঠক ছাড়াই সোমবার বিকেল থেকে আবার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালানো শুরু করেছেন চালকরা।

যাত্রী না পাওয়ার আশঙ্কায় তার চলমান ধর্মঘট প্রত্যাহারের জন্য আর কোনো শর্ত বা কোনো আনুষ্ঠানিকতার অপেক্ষা করেননি।

আকস্মিক ডাকা এই রিকশা ধর্মঘট ডাকা নিয়ে তারা এরই মধ্যে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। এরই মধ্যে নিজেরা নিজেরাই কোন্দলে জড়িয়েছেন।

একদিন পর ধর্মঘট প্রত্যাহার প্রশ্নে রাজশাহী মহানগর ইজিবাইক চালক শ্রমিক সমিতির সভাপতি মফিজ উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, অটোরিকশা আর বন্ধ রাখা সম্ভব নয়। আর সিটি মেয়রও বর্তমানে বাইরে আছেন। তাই তারা আপাতত অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে পুরোদমে চলবে। পরে ভাড়া বাড়ানোর বিষয়ে সিটি মেয়রের কাছে সবাই যাবেন।

এসএইচ-১২/২৯/২২ (নিজস্ব প্রতিবেদক)