টাকা দিয়ে চাকরি না পেয়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার বিরুদ্ধে চাকরি পাইয়ে দেয়ার নামে অর্থ আত্মসাতের মামলা হয়েছে।

রাজশাহীর দুর্গাপুর আমলি আদালতে বৃহস্পতিবার সকালে এ মামলা দায়ের করেন দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি রানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি পাইয়ে দেয়ার নাম করে আতিকের কাছ থেকে গত ৩১ মার্চ নগদ ৯০ হাজার টাকা এবং ডাক বিভাগের অনলাইনের (নগদ) মাধ্যমে দশ হাজার টাকা নেন।

২০২২ সালের মে মাসে সাকিবুল বাদীকে চাকরি পাইয়ে দিবে বলে কথা দেয়। এরপর সময় অতিক্রান্ত হওয়ার পরও রানা চাকুরি দিতে না পারায় আতিক টাকা ফেরত চান রানার কাছ থেকে। পরে রানা আগামী ২ মাসের মধ্যে পুরো টাকা এক সঙ্গে ফেরত দেয়ার আশ্বাস দেন। কিন্তু দুই মাস পার হলেও টাকা ফেরত দেয়নি।

পরে আতিকুর রহমানের পক্ষে একটি মামলা দায়ের করেন আইনজীবী ইমরান কলিম খান। তিনি জানান, এটি প্রতারণার মামলা। টাকা গ্রহণের কাগজপত্রও আদালতে উপস্থাপন করা হয়েছে।

আইনজীবী বলেন, দুর্গাপুর আমলি আদালতে এ মামলাটি দায়ের করা হয়েছে। বিচারক মো. লিটন হোসেন আগামী ১২ ডিসেম্বর আসামিকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

এসএইচ-২১/১৫/২২ (নিজস্ব প্রতিবেদক)