রাসিক নির্বাচনে ভোট উৎসবে বৃষ্টির বাধা

সকাল থেকে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে (রাসিক) উৎসবমুখর পরিবেশে চলছে ভোট। বুধবার ভোর থেকে আকাশ ছিল মেঘলা, অনেকটা গুমোট ভাব ধারণ করেছিল শহরের আবহাওয়া।

এর পরই বেলা ১১টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

১০ মিনিট না যেতেই মুষলধারে বৃষ্টি শুরু হয় পুরো রাজশাহী শহরে। এতে নতুন কোনো ভোটার আসতে দেখা যায়নি কেন্দ্রে, ভেতরে যারা ছিলেন তারা জড়সড়ো হয়ে অবস্থান নিয়েছেন।

বেলা সাড়ে ১১টার পর রাজশাহী কোট একাডেমি কেন্দ্রে গিয়ে দেখা যায়, বৃষ্টি শুরুর পরই বাইরে থাকা ভোটাররা কেন্দ্রের ভেতরে চলে আসেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ভেতরে আশ্রয় নেন।

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুস সালাম জানান,  বুধবার সারা দিন মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা আছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছে, যা অব্যাহত থাকবে।

এসএইচ-১৯/২১/২৩ (নিজস্ব প্রতিবেদক)