রেডিও ভেরিতাস বাংলা বিভাগের শ্রোতা সম্মেলন ও দিবস উদযাপন

রাজশাহীতে রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের ৪৩ তম শ্রোতা সম্মেলন ও দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার রাজশাহী খ্রিষ্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে এই শ্রোতা সম্মেলন অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী সম্মেলনে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের শ্রোতারা। জাতীয় পতাকা ও আরভিএ পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত, শপথ পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আরভিএ থিম সংয়ের সাথে পরিবেশিত হয় নৃত্য। এছাড়াও ওরাও, পাহাড়ীয়া নৃত্য,বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের নৃত্য পরিবেশিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক যোগাযোগ কমিশনের সভাপতি বিশপ জেমস রমেন বৈরাগী, খুলনা ধর্মপ্রদেশ ও সভাপতি বিশপ জেভার্স রোজারিও, রাজশাহী ধর্মপ্রদেশ, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের কো অর্ডিনেটর ফাদার নিখিল গমেজ।

উল্লেখ্য, ১৯৬৯ সালের ১১ এপ্রিল এশিয়ার কাথলিক বিশপগণ রেডিও ভেরিতাস এশিয়া প্রতিষ্ঠা করেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কেজন সিটি থেকে এশিয়ার ২২টি ভাষায় সম্প্রচার হচ্ছে। বাংলা ভাষায় আরভিএ এর সম্প্রচার শুরু হয় ১৯৮০ সালের ১ ডিসেম্বর যা চলমান রয়েছে।

এআর-০১/১৫/১২ (নিজস্ব প্রতিবেদক)