‘নারীর নিজেকেই সফল হওয়ার শক্তি অর্জন করতে হবে’

অন্যের আলোয় আলোকিত হওয়াটা ক্ষণস্থায়ী। নারীকে নিজের আলোয় উদ্ভাসিত হওয়ার আহ্বান জানিয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়াডিনা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে উইমেন অফ দ্য ওয়ার্ল্ড ওয়াও ফেস্টিভাল উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, নারীর জন্য কেউ এগিয়ে আসবে সে আশায় থাকা যাবে না। মনে শক্তি রেখে কাজ করে গেলেই সফলতা আসবে।

দিনব্যাপী আয়োজনে প্যানেল আলোচনা, কর্মশালা, স্পিডমেন্টরিং, বাইটস, মার্কেটপ্লেস ও রংপুর অঞ্চলের ঐতিহ্য ভাওয়াইয়া গান, সাঁওতালি নৃত্য, কুশানপালা এবং কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ছিল।

পরে কনসার্ট মাতান চ্যানেল আই সেরাকণ্ঠ তারকা আসিয়া ইসলাম দোলা। ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় অত্যন্ত প্রাণবন্ত এ উৎসবের আয়োজন করে সেন্টার ফর কমিউনেকশন এন্ড ডেভেলপমেন্ট সিসিডি বাংলাদেশ ও মঙ্গলদীপ ফাউন্ডেশন।

এসএইচ-০৮/০৮/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)