রংপুরে বেসরকারি হাসপাতালে গাইনি চিকিৎসকদের ২ দিন কর্মবিরতি ঘোষণা

ঢাকার সেন্ট্রাল হাসপাতালের ৩ চিকিৎসকের মুক্তির দাবিতে ২ দিন প্রাইভেট প্রাকটিসসহ বেসরকারি প্রতিষ্ঠানে অপারেশন বন্ধের ঘোষণা দিয়েছে অবস্ট্রাট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ।

প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের এই সংগঠনটি ১৭ ও ১৮ জুলাই এই কর্মবিরতির ঘোষণা দিয়েছে।

তবে, সরকারি হাসপাতালে অপারেশনসহ স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

রোববার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে এই কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

সেন্ট্রাল হাসপাতালের ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলি, ডা. মুনা ও ডা. শাহজাদীর মুক্তির দাবিতে আয়োজিত এই মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শাহী ফারজানা তাসনীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অন্যান্য চিকিৎসকরা।

কর্মসূচীর ঘোষণা দিয়ে ডা. তাসনীম বলেন, ‘যেকোনো চিকিৎসক তার সর্বোচ্চ চেষ্টা করেন রোগীর জীবন বাঁচাতে। নানা জটিলতা থাকায় সেন্ট্রাল হাসপাতালে রোগীটি মারা যায়। এ ঘটনায় কোনো তদন্ত বা নোটিশ ছাড়াই চিকিৎসকদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

মানববন্ধনে তারা বলেন, সেন্ট্রাল হসপিটালের ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ এবং ডা. মুনা ও শাহজাদীকে অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি।

অবিলম্বে গ্রেপ্তার চিকিৎসকদের মুক্তির দাবি জানান তারা।

এসএইচ-০৪/১৬/২৩ (উত্তরাঞ্চল ডেস্ক)