সিলেট-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার প্রার্থিতা স্থগিত করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার উচ্চ আদালতে দায়েরকৃত একটি রিট আবেদনের শুনানি শেষে তার প্রার্থিতা স্থগিত করা হয়।
রিট আবেদনে উল্লেখ করা হয়, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নির্বাচন করতে হলে তিন বছর আগে চাকরি ছাড়তে হয়। কিন্তু তাহসিনা রুশদীর লুনার চাকরি ছাড়ার তিন বছর সময় পার হয়নি।
পরে শুনানি শেষে লুনার প্রার্থিতা স্থগিত করেন বিচারক।
এ বিষয়ে সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর বলেন, নির্বাচন থেকে দূরে রাখতেই এমন ষড়যন্ত্র। আমরা আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। অতিদ্রুত সময়ের মধ্যে এটার এটা নিষ্পত্তি হবে।
বিএ-০২/১৩-১২ (আঞ্চলিক ডেস্ক)