কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টার দিকে উপজেলার ভৈরব মহাসড়কের রশিদাবাদ বেইলি ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়ার আবু বাক্কারের ছেলে মিলন (১৭), পেরাভাঙ্গা গ্রামের হেলাল মিয়ার ছেলে সৈকত (১৮) ও ঘাটাগিরী গ্রামের বাবুল মিয়ার ছেলে শুভ (১৮)। এদের মধ্যে সৈকত এসএসসি পরীক্ষার্থী ও শুভ মাদ্রাসার দাখিল শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে।
কিশোরগঞ্জ হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই তিন কিশোর বন্ধু বাড়ি থেকে একটি মোটরসাইকেলযোগে কিশোরগঞ্জ শহরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসচাপা দিলে ঘটনাস্থলেই সৈকত ও মিলনের এবং হাসপাতালে নেয়ার পর শুভর মৃত্যু হয়।
এ দুর্ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করলে প্রায় ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
হাইওয়ে পুলিশের এসআই মো. আখতারুজ্জামান জানান, তারা ঘাতক বাসটিকে শনাক্ত করে চালক ও হেলপারকে আটকের চেষ্টা চালাচ্ছেন।
বিএ-১৫/১৬-১২ (আঞ্চলিক ডেস্ক)