গাজীপুরে বিজিবি মোতায়েন

গাজীপুরে ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষের কারণে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার সকাল থেকে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, গাজীপুরের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখানে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়া বুধবার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিজিবি টহল শুরু করেছে।

বিএ-০৭/০৯-০১ (আঞ্চলিক ডেস্ক)