হবিগঞ্জে গউছসহ বিএনপির ১৪ নেতাকর্মী জেলহাজতে

হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গউছ ও তার ভাই জিকে গফফারসহ বিএনপির ১৪ নেতাকর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার অভিযোগে দায়ের করা পৃথক ৪টি মামলায় সোমবার সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমজাদে হোসেনের আদালতে হাজির হয়ে তারা জামিন প্রার্থনা করেন। এ সময় আদালত জামিন নামঞ্জুর করে ১৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হবিগঞ্জ জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী ও লুৎফুর রহমানসহ আইনজীবীরা। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আশরাফুল বারী নোমান ও অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন।

একাদশ জাতীয় নির্বাচনের আগে ও পরে হবিগঞ্জ শহরের গরুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহরের স্টাফ কোয়ার্টার আবাসিক এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল ও কলেজ ভোটকেন্দ্রে নাশকতার অভিযোগ এনে পুলিশ ও আওয়ামী লীগের নেতারা বাদি হয়ে ৬টি মামলা দায়ের করেন। এসব মামলায় আসামি হিসেবে বিএনপি ও সহযোগী সংগঠনের ৭ শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

বিএ-০২/১৮-০২ (আঞ্চলিক ডেস্ক)