বাগেরহাটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৬ প্রার্থী

আগামী ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাগেরহাটের ৯টি উপজেলার মধ্যে ৩টি উপজেলায় নির্বাচন হচ্ছে। বাকি ৬ উপজেলায় প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, বাগেরহাট সদরে সরদার নাসির উদ্দিন, কচুয়ায় এস এম মাহফুজুর রহমান, চিতলমারীতে আশোক বড়াল, শরণখোলায় মো. কামাল উদ্দিন আকন, মোংলায় আবু তাহের হাওলাদার ও রামপালে শেখ মোয়াজ্জেম হোসেন।

চেয়ারম্যান পদে নির্বাচন হবে শুধুমাত্র ফকিরহাট, মোল্লাহাট ও মোড়েলগঞ্জ উপজেলায়।

ফকিরহাটে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাস। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ওয়ার্কার্স পাটির নেতা মোড়ল নুর মোহাম্মদ।

মোল্লাহাট উপজেলায় নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা। তার সঙ্গে লড়বেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য মোতাহার আলী মোল্লা। এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন মো. কামরুজ্জামান।

মোড়েলগঞ্জ উপজেলায় নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভপতি শাহ ই-আলম বাচ্চু। তার সঙ্ড়ে লড়বেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এইচ এম মিজানুর রহমান।

বিএ-২০/২৭-০৩ (আঞ্চলিক ডেস্ক)