রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে জামাল উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার বিকালে গোদাগাড়ী উপজেলা সদরের ভগবন্তপুর হাটপাড়া খেয়াঘাটের অদূরে ওই নৌকাডুবি হয়।
নিখোঁজ জামিল উদ্দীন উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের ভূবনপাড়া গ্রামের ফিরোজ উদ্দিন ঘোষের ছেলে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, বিকালে একটি নৌকা চর আষাড়িয়াদহ থেকে ৬-৭ জন যাত্রী নিয়ে গোদাগাড়ীর হাটপাড়া আসছিল। পথে ঝড়ো হাওয়ার কবলে নৌকাটি নদীতে তলিয়ে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে এলেও নিখোঁজ হন জামাল।
খবর পেয়ে বিকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে পদ্মা নদীতে অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত না পেয়ে তারা ফিরে আসে।
এরপর বুধবার সকাল থেকে আবার অভিযান শুরু হয়। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
বিএ-২১/২৭-০৩ (নিজস্ব প্রতিবেদক)