সাতক্ষীরায় পেঁয়াজভর্তি ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক হাজার ৪৫০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তালা উপজেলার নওয়াপাড়া ধলবাড়িয়া নামকস্থান থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ট্রাকচালক কালিগঞ্জ উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের কাউছার খাঁর ছেলে রেজাউল করিম বাবু ও হেলপার সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে শফিকুল ইসলাম।
সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) হুমায়ুন কবির জানান, ভোমরা থেকে পেঁয়াজভর্তি একটি ট্রাক (সাতক্ষীরা ট ১১-০১০১) ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল আছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তালা উপজেলার ধলবাড়িয়া নামকস্থানে তল্লাশি শুরু করে।
এ সময় ট্রাক থেকে এক হাজার ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
বিএ-০৫/০৫-০৪ (আঞ্চলিক ডেস্ক)