পদ্মায় ট্রলারের ধাক্কায় স্পিডবোট ডুবির ঘটনায় নিঁখোজের দুদিন পর শিশুসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল বেলা ১১ টায় কাঁঠালবাড়ি লঞ্চঘাটের কাছে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু আমির হামজা (৬) শিবচর উপজেলা দত্তপাড়া ইউনিয়নের ইমরান ফরাজীর ছেলে আর মিরাজ হোসেন (২০) বরিশাল জেলার বানাড়ীপাড়া উপজেলার লবনসারা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
এ নিয়ে স্পিডবোট ডুবির ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল তিনজনে। ঘটনার দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় শিবচর হাসপাতালে মুরাদ হোসেন নামের এক যাত্রী মারা যান।
ঘূর্ণিঝড় ফনির নিষেধাজ্ঞা অমান্য করে গত বৃহস্পতিবার থেকেই পদ্মা নদীতে সীমিত আকারে স্পিডবোট চলাচল করছিল। এদিন রাতে ট্রলার ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়।
শিবচর থানা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোর্তজা ফকির জানান, দুর্ঘটনার পর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পদ্মা নদীতে নিঁখোজ ব্যক্তিদের সন্ধান চালায়। দুদিন পর আজ সকালে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান, বৃহস্পতিবারের ওই দুর্ঘটনায় শিবচর থানায় একটি মামলা করা হয়েছে।
বিএ-০৬/০৪-০৫ (আঞ্চলিক ডেস্ক)