মধ্যরাতে দেবে গেছে মাতামুহুরী সেতু, এক পাশে চলছে যান

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী পুরাতন সেতুর একাংশ দেবে গেছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী সাধারণ।

বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত যাত্রীদের ভোগান্তিতে রয়েছেন। এতে বিকল্প পথে অর্থাৎ বরইতলী পেকুয়া লালব্রিজ ও চকরিয়ার চিরিঙ্গা হয়ে ঘুর পথে চলতে হচ্ছে যাত্রীদের। তবে সেতুটির এক পাশে যান চলাচল করছে বলে জানান সংশ্লিষ্টরা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বুধবার রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মাতামুহুরী নদীর চিরিঙ্গা সেতুর ঠিক মধ্যখানের একটি বড় অংশ আকস্মিক দেবে যায়। ঘটনার পরপরই সংশ্লিষ্টরা দুদিকে চলাচল বন্ধ করে দিয়ে সংস্কারকাজ শুরু করেন।

তবে বৃহস্পতিবার সকাল থেকে এক লাইনে যানবাহন চলাচল শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সেতুর এক পাশ থেকে গাড়ি চলাচল করলেও অন্য অংশ আপাতত বন্ধ থাকবে।

বিএ-০৩/২৩-০৫ (আঞ্চলিক ডেস্ক)