চলে গেলেন ভাষাসৈনিক প্রফেসর লায়লা নূর

কারা নির্যাতিত ভাষাসৈনিক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রথম নারী শিক্ষক প্রফেসর লায়লা নূর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

শুক্রবার সকাল সোয়া ৯টায় কুমিল্লার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লায়লা নূরের নাতি গোলাম জিলানী।

তিনি জানান, মঙ্গলবার রাতে নগরীর প্রফেসর পাড়ায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন লায়লা নূর। পরে নগরীর সিডিপ্যাথ হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) তাকে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। শুক্রবার বাদ আছর নগরীর ধর্মপুর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে গাজীবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হবে।

লায়লা নূর ১৯৫৫ সালে ঢাকা বিশ্বব্যিালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী থাকাকালীন ভাষা আন্দোলনের পক্ষে মিছিল করায় গ্রেফতার হন এবং ২১দিন কারাভোগ করেন। তিনি ১৯৫৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে প্রথম নারী শিক্ষক হিসেবে ইংরেজি বিভাগে যোগ দেন।

১৯৯২ সালে অবসর গ্রহণ করেন। প্রফেসর লায়লা নূর ১৯৩৪ সালের ৫ অক্টোবর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের অনন্যা শীর্ষ দশ নারী পদক পান তিনি।

বিএ-০৯/৩১-০৫ (আঞ্চলিক ডেস্ক)