সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সুনামগঞ্জে একটি বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সুনামগঞ্জ- দিরাই সড়কের গণিগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী এতথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় আটজন আহত হয়েছেন। হতাহতদের সকলেই লেগুনাযাত্রী। দুটি পরিবহনই সড়ক থেকে ছিটকে খাদে পড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লেগুনায় ১০-১১ জন যাত্রী ছিলেন। বাসে যাত্রী দেখা যায়নি। মুখোমুখি সংঘর্ষের ঘটনায় লেগুনাটি দুমরে মুচড়ে যায়। লেগুনার চালকসহ ছয়জন ঘটনাস্থলেই মারা যান।

নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- দক্ষিণ সুনামগঞ্জের দুর্বকান্দার আফজাল হোসেন (১৬), মিলন মিয়া (১৫), সাগর মিয়া (১৬), লেগুনা চালক নোমান (২৪), শাল্লা উপজেলার নিয়ামতপুর গ্রামের নিমেশ চন্দ্র দাস (২২)।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনায় আহত আটজন সদর হাসপাতালে এসেছিলেন। এদের পাঁচজনকে গুরুতর অবস্থায় সিলেট পাঠানো হয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, এ পর্যন্ত পাঁচজনের পরিচয় মিলেছে। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

সুনামগঞ্জ সদরের ফায়ার সার্ভিস কর্মকর্তা নিউটন দাস তালুকদার জানান, সকালে এসে তারা লাশ উদ্ধারের পাশাপাশি আহত কয়েকজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন। এর মধ্যে ২-৩ জনের অবস্থা গুরুতর ছিল।

বিএ-০৪/০২-০৬ (আঞ্চলিক ডেস্ক)