মৌলভীবাজারে ভাল্লুকের আক্রমণে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের জুড়ি উপজেলার সাগরনাল বনের পুটিয়াছড়া বাঁশমহাল এলাকা থেকে নিখোঁজের একদিন পর আব্দুল খান (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও বনবিভাগের ধারণা-বন্য ভাল্লুকের আক্রমণে তার মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, আব্দুল বুধবার থেকে নিখোঁজের পর খোঁজাখুঁজির একপর্যায়ে মধ্যরাতে নির্জন পাহাড়ে তার মরদেহ দেখতে পায় পরিবার। পরে পুলিশে খবর দিলে বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

জুড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরদার বলেন, ধারণা করা হচ্ছে তাকে বন্যপ্রাণী হত্যা করেছে। বন বিভাগও একই কথা বলছে। এই সময় বনের ওই এলাকায় বন্য ভাল্লুক গভীর বন ছেড়ে খাবারের জন্য বিচরণ করে। মরদেহের মুখের কিছু অংশে ক্ষত আছে।

এ বিষয়ে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ও বন্যপ্রাণী গবেষক আদনান আজাদ আসিফ জানান, ভাল্লুকের এলাকায় কেউ প্রবেশ করলে নিজের নিরাপত্তার কথা চিন্তা করে ভাল্লুক তার ওপর আক্রমণ করে।

তবে ভাল্লুক মাংসাশী প্রাণী নয়। নিহত যুবকের মুখের কিছু অংশে যে ক্ষত আছে তা অন্য কোনো প্রাণীও খেয়ে থাকতে পারে।

বিএ-১৭/০১-০৮ (আঞ্চলিক ডেস্ক)