সিলেটে ২ হাজার কেজি পিরানহা মাছ জব্দ

সিলেটের কাজিরবাজার এলাকার মাছের আড়তে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ টিম। সোমবার বেলা ১১টার দিকে এ অভিযান চালানো হয়।

এ সময় বিক্রি নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে এক মালিকের দুটি দোকানকে জরিমানা করা হয়। পাশাপাশি দোকান থেকে দেড় লাখ টাকার দুই হাজার কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।

জরিমানাকৃত দোকানগুলো হলো- বাপ্পী মাছের আড়ত ও ছৈইদ উল্লাহ মাছের আড়ত। দুটি দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাবীব খান, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুটি দোকানকে জরিমানা করা হয়েছে এবং দুই হাজার কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। মাছগুলো ধ্বংস করা হয়েছে।

বিএ-১১/১৪-১০ (আঞ্চলিক ডেস্ক)