অরক্ষিত রেলক্রসিং: প্রাণিসম্পদ কর্মকর্তাসহ নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত রেলক্রসিং পাড় হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে প্রাণিসম্পদ কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন।

বুধবার রাত ১১টার দিকে উপজেলার হাতিয়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিহাতী উপজেলার উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এসএম রোকনুজ্জামান (৪৮) ও ঘাটাইল উপজেলার রতনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি রবিন্দ্রনাথ (৫২)।

বিষয়টি নিশ্চিত করে কালিহাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল্লাহ জানান, বুধবার রাতে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি রবিন্দ্রনাথকে নিয়ে উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় একটি বাড়িতে গবাদিপশু চিকিৎসা দেয়ার জন্য মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন।

এ সময় মোটরসাইকেলটি হাতিয়া রেলক্রসিং পার হওয়ার সময় উত্তরবঙ্গগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে খবর পেয়ে নিহতদের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।

বিএ-০৭/২৪-১০ (আঞ্চলিক ডেস্ক)