বরিশালে গাছ চাপায় বৃদ্ধার মৃত্যু

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ঘরের ওপর গাছ উপড়ে পড়ায় নিচে চাপা পড়ে আশালতা মজুমদার (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে বরিশালের উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাদারশী এলাকায় এ ঘটনা ঘটে।

আশালতা মজুমদার ওই এলাকার প্রয়াত দিজেন্দ্র নাথ মজুমদারের স্ত্রী ছিলেন। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঝড়ের কারণে গাছ উপড়ে ঘরের ওপর পড়ায় নিচে চাপা পড়ে রোববার দুপরে আশালতা মজুমদার নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ একেবারে দুর্বল হয়ে গেছে। উপকূলীয় এলাকা থেকে মহাবিপৎসংকেত তুলে নেয়া হয়েছে। তবে বুলবুলের রেশ আছে। এই রেশ আরও দুই দিন থাকবে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগামী দুই দিন বৃষ্টি হবে।

‘বুলবুল’ বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশে সৃষ্টি হয়ে শনিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে ভারতের পশ্চিমবঙ্গের ধানচি সংলগ্ন এলাকায় সুন্দরবনের উপর দিয়ে বয়ে যায়। তবে স্থলভাগে আঘাত হানার আগেই ঘূর্ণি ঝড়টির শক্তি কমে যায়। সে জন্য বাংলাদেশে আসতে আসতে বুলবুলের বাতাসের গতিবেগ আরও কমে যায়।

বিএ-০৭/১০-১১ (আঞ্চলিক ডেস্ক)