পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ সাবের

চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের তাড়া খেয়ে সাঙ্গু নদীতে ঝাঁপ দিয়ে সাবের আহমদ (৫৫) এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ সাবের আহমদের সন্ধানে সোমবার দুপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ শঙ্খ ব্রিজের ৫০ ফিট উত্তর-পূর্ব দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টায় দোহাজারী পৌর সদরের বার্মা কলোনি এলাকায় স্থানীয় একটি দোকানে টিভি দেখার সময় পুলিশের তাড়া খেয়ে শঙ্খ নদীতে ঝাঁপ দেন সাবের আহমদ। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজের দ্বিতীয় স্ত্রী ঘটনাস্থলে থাকা রওশন আরা অভিযোগ করেন, তার স্বামী পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দেয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন।

তবে বিষয়টি দোহাজারী তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মনির হোসেন অস্বীকার করে বলেন, পুলিশ সাবেরকে ধাওয়া করেনি।

এদিকে চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল হাসান জানান, নিখোঁজের সন্ধানে ডুবুরি দলের উদ্ধার অভিযান চলছে।

বিএ-১২/০২-১২ (আঞ্চলিক ডেস্ক)