হবিগঞ্জে তীব্র শীতে ৩ নবজাতকের মৃত্যু

তীব্র শীতে হবিগঞ্জের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। শীতের কারণে জেলাজুড়ে নানা রোগবালাই দেখা দিয়েছে। ঠাণ্ডাজনিত রোগে ৩ নবজাতকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ ছাড়া ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দুই দিনে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে শিশু-বৃদ্ধসহ নানা বয়সের শতাধিক রোগী ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত আবুল হাসানের ছেলে নবজাতক, জসিম মিয়ার ৫ দিন বয়সী মেয়ে রিনা ও ফজল মিয়ার ৬ দিন বয়সী ছেলে রুমনের মৃত্যু হয়েছে।

সরেজমিন শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, এ ওয়ার্ডের কোথাও জায়গা নেই। অনেকেই চিকিৎসা নিতে মেঝেতে এবং বারান্দায় পড়ে আছেন। রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় ডাক্তার ও নার্সরা চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন।

তিন নবজাতকের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ দাশ জানান, গত ৩ দিন ধরে তীব্র শীত পড়ায় সর্দি, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সের মানুষ। আর এদের মধ্যে বেশিরভাগই নবজাতক ও শিশু। অতিরিক্ত ঠাণ্ডা এড়িয়ে চলার পরামর্শও দেন তিনি।

বিএ-১৫/২২-১২ (আঞ্চলিক ডেস্ক)