দেশ আমাদের, দেশকে এগিয়ে নিতে হবে আমাদেরই: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, মুজিব বর্ষে পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশকে মাদকমুক্ত করা। এজন্য দেশব্যাপী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পুলিশ। মাদক যেন দেশে আসতে না পারে সেজন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, যেকোনো মূল্যে মাদক সরবরাহ বন্ধ করতে হবে। শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। এদেশ আমাদের; দেশকে এগিয়ে নিতে হবে আমাদেরই।

সোমবার দুপুরে বাগেরহাটে পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। এর আগে হেলিকপ্টারযোগে খানজাহান আলী কলেজ মাঠে নামেন আইজিপি।

সেখান থেকে শহরে নবনির্মিত পুলিশ সুপারের কার্যালয়ে আসেন তিনি। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে নবনির্মিত পুলিশ সুপারের কার্যালয় ভবনের উদ্বোধন করেন আইজিপি।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশিদ, পুলিশ সুপার (এসপি) পংকজ চন্দ্র রায়, বাগেরহাট পৌরসভার মেয়র খাঁ হাবিবুর রহমান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন প্রমুখ।

বিএ-০৮/০৯-০৩ (আঞ্চলিক ডেস্ক)