করোনার ছুটিতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে ড্রেজিংয়ের গভীর গর্তের পানিতে পড়ে লামিয়া আক্তার (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দির গ্রামের বাড়ইডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। শিশু লামিয়া একই ইউনিয়নের কাটাখালী এলাকার লাল চাঁদ শেখের মেয়ে।

লাল চাঁদ ঢাকায় একজন গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করেন। দুদিন আগে করোনা আতঙ্কে তিনি স্ব-পরিবারে বাড়িতে চলে আসেন।

স্থানীয়রা জানান, শিশু লামিয়া বাড়ইডাঙ্গায় তার ফুপা মোমিন শেখের বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে আরও কয়েকজন শিশুর সঙ্গে মাছ চাষের জন্য পার্শ্ববর্তী কুতুবউদ্দিন তোতার ড্রেজিংকৃত গভীর খালে গোসল করতে যায়।

কিন্তু সে সাঁতার না জানায় সবার অজান্তে পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পড়ে ফায়ার সার্ভিসের দীর্ঘ চেষ্টার পর বিকেল সাড়ে ৩টার দিকে ওই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, শিশু নিখোঁজের সংবাদ শুনে এসে ওই খাল থেকে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেছে।

বিএ-১১/২৭-০৩ (আঞ্চলিক ডেস্ক)