করোনা জয় করে কৃষকের বাড়ি ফেরা

কিশোরগঞ্জে করোনাকে জয় করে আইসোলেশন ইউনিট ছেড়ে প্রথম বাড়ি ফিরলেন ৫০ বছর বয়সী কৃষক আবদুর রশিদ।

শনিবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিলে তিনি বাড়ি ফেরেন।

তার বাড়ি জেলার ইটনা উপজেলার বেতেগা গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, গত ১০ এপ্রিল আইইডিসিআর থেকে পাওয়া রিপোর্টে কৃষক আব্দুর রশিদ করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। তাকে আইসোলেশনে রেখে পরপর তার দুটি নমুনা পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ আসায় আজ তাকে ছাড়পত্র দেয়া হয়েছে।

জানা গেছে, ঢাকায় গার্মেন্টসকর্মী মেয়েদের সঙ্গে থেকে দেখা করে গত ৬ এপ্রিল বাড়িতে ফিরেন কৃষক আবদুর রশিদ।

৭ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে তিনি ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠালে কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে তার।

এর পর তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ইউনিটে স্থানান্তর করে চিকিৎসা দেয়া হয়।

বিএ-০৫/২৫-০৪ (আঞ্চলিক ডেস্ক)