পদ্মা সেতুর খুঁটিতে ফেরির ধাক্কা, থানায় জিডি

পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে ফেরি শাহজালালের ধাক্কার ঘটনায় থানায় জিডি হয়েছে। শুক্রবার সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের মাদারীপুরের শিবচর থানায় এই জিডি করেন। জিডি নং ৮৯১।

জিডিতে উল্লেখ করা হয়েছে, মাদারীপুরের শিবচরের বাংলাবাজার থেকে মুন্সীগঞ্জের লৌহজং শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে আসে ফেরি শাহজালাল। পথে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কায় পাইল ক্যাপের উপরিভাগ ও সাইড ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান, বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার পথে রো রো ফেরি শাহজালাল পদ্মা সেতুর ১৭ নম্বর খুঁটির সঙ্গে প্রচণ্ড ধাক্কা খায়। এতে ফেরির সামনের অংশে বড় ধরনের ছিদ্র হয়েছে। দুর্ঘটনার সময় ফেরিতে থাকা ৩৩টি যানের একটি সঙ্গে আরেকটির ধাক্কা লাগে। ফেরির প্রায় দুই হাজার যাত্রী অনেকেই পড়ে ছোটবড় আঘাত পেয়েছেন। এদের মধ্যে ২০ জন জখম হয়েছে। তছনছ হয়ে গেছে ফেরির ভেতরের ক্যান্টিন।

ক্ষতিগ্রস্ত ফেরি শাহজালালের চালক আব্দুর রহমান জানান, ফেরির ইলেকট্রনিক সার্কিট ব্রেকার পড়ে যাওয়ায় স্টিয়ারিং বিকল হয়ে যায়। তবে দ্রুত ঠিক হলেও এর আগেই প্রবল স্রোতে ফেরিটির সামনের অংশ পদ্মা সেতুর খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। তবে ভাগ্যক্রমে বেঁচে যান যাত্রীরা। আঘাতটি পানির লেভেলের নিচে হলে ফেরিটি ডুবে যেতে পারতো।

সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, এর আগেও এমন ঘটনা ঘটেছে। লিখিত ও মৌখিকভাবে সচেতনতার সাথে ফেরি চলাচলের জন্য বিআইডব্লিটিসি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এমন ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটতে পারে ও পদ্মা সেতুর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

সেজন্য ফেরিটির ফিটনেস ঠিক ছিল কিনা, চালকের যথাযথ যোগ্যতা, শারীরিক সুস্থতা বা অবহেলা ছিল কিনা এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে এ সাধারণ ডায়েরিতে।

এসএইচ-২৯/২৩/২১ (আঞ্চলিক ডেস্ক)