আয়া পদে চাকরি নিলেন এমএ পাস নারী!

পিরোজপুরের নাজিরপুরে শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয়ের আয়া পদে চাকরি করছেন রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (মাস্টার্স) পাস করা সাবরিনা আক্তার।

তিনি স্থানীয় সাইদুল ইসলাম শিকদারের স্ত্রী ও একই ইউনিয়নের শেখমাটিয়া গ্রামের ওমেদ আলী শেখের কন্যা। এমন বিরল ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দাস জানান, গত ১৯ জুলাই ওই নারী তার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী (আয়া পদ) হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হন। পরে জানতে পারেন তিনি ২০১৫ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাগেরহাট সরকারি পিসি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) পাস করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম বলেন, ওই নারী তার জীবিকার তাগিদে শিক্ষাগত যোগ্যতার সর্বোচ্চ তথ্য গোপন রেখে আবেদন করেন ও চাকরিতে নির্বাচিত হওয়ার পর তা আমরা জানতে পারি।

এ বিষয়ে সাবরিনা আক্তার বলেন, জীবিকার তাগিদে চাকরি নিয়েছি। আমি আমার পদ ও পেশাকে যথাযথ মর্যাদা দিয়ে কাজ করতে চাই।

এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. কাউয়ুম হোসেন বলেন, ওই নারীর নিয়োগের বেশ কিছুদিন পর তার শিক্ষাগত যোগ্যতার তথ্য আমার কাছে আসে।

এসএইচ-২৮/২১/২১ (আঞ্চলিক ডেস্ক)