ইকবালকে কুমিল্লায় আনা হয়েছে

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গ্রেপ্তারকৃত ইকবাল হোসেনকে কুমিল্লায় নিয়ে আসা হয়েছে।

শুক্রবার বেলা ১২টায় তাকে কুমিল্লা পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়।

পূর্বের ঘোষণা অনুযায়ী তাকে পুলিশ সুপারের কার্যালয়ে না এনে পুলিশ লাইন্সে আনা হয়।

কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান পুলিশ লাইন্সে সাংবাদিকদের বলেন, ‘গ্রেপ্তারকৃত ইকবাল হোসেনকে দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এর আগে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছিল, কক্সবাজারের এসপি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর আজ ভোর ৬টায় অভিযুক্ত ইকবালকে নিয়ে পুলিশের একটি টিম কুমিল্লার উদ্দেশে রওনা দেয়।

পুলিশ বহরের নেতৃত্ব দেন কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান।

বৃহস্পতিবার কুমিল্লার পুলিশ সুপার ফা‌রুক আহ‌মেদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১০টা ১০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ইকবাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে গত রাত ১১টা ৫০ মিনিটের দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কুমিল্লার অভিযুক্ত ইকবালকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

এসএইচ-০২/২২/২১ (আঞ্চলিক ডেস্ক)