তৃতীয় লিঙ্গের প্রার্থীর কাছে হারল নৌকা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নজরুল ইসলাম ঋতু তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর মধ্যে সব থেকে বেশি ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম ছানা।

নির্বাচনে তিনি পেয়েছেন ৯ হাজার ৫৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, সরকারিভাবে এখনও ফলাফল হাতে পায়নি। হাতে পেলে আমরা ঘোষণা দেব।

তিনি জানান, উপজেলার ১১টি ইউনিয়নে ১ লাখ ৮৭ হাজার ৮২৫ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৩৭৪ জন এবং নারী ভোটার ৯২ হাজার ৪৫১ জন। ইউপি চেয়ারম্যান পদে ২৯ জন, পুরুষ সদস্য পদে ৩১৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

দেশে প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নির্বাচিত হয়ে নজরুল ইসলাম ঋতু বলেন, এ জয় আমার একার না, আমার ত্রিলোচনপুর ইউনিয়নবাসীর। আমি ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে আমি ঋণী। যারা আমাকে নির্বাচিত করেছেন তাদের সেবা করে আমি ঋণ পরিশোধ করব।

এসএইচ-৩১/২৮/২১ (আঞ্চলিক ডেস্ক)