নির্বাচিত হওয়ায় চেয়ারম্যানের ‘গায়েহলুদ’

টানা দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়ে হলুদ দিয়ে গোসল করলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৭নং নালিতাবাড়ী ইউনিয়নের নব নর্বিাচিত চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ মাস্টার।

সোমবার দুপুরে গায়ে হলুদ মেখে তাকে বরস্নান করানো হয়। দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় নাতি-নাতনীরা মিলে আবদার করে ধরে তাকে বরবেশে গোসল করায়। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে সবার নজর কাড়ে।

আসাদুজ্জামান পেশায় একজন শিক্ষক এবং আওয়ামী লীগ মনোনীত দ্বিতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান।

জানা গেছে, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আসাদুজ্জামান মাস্টার। প্রতিদ্বন্দ্বিতায় ৩ হাজার ৭৪৮ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

এ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক চশমা প্রতীকে পেয়ছেন ২ হাজার ৮৫০ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৭ ভোট।

চেয়ারম্যান আসাদুজ্জামান উপজেলা শরীরচর্চা শিক্ষক সমিতির সভাপতি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, নাতি-নাতনীদের আবদার রাখতেই তিনি হলুদ মেখে গোসলে করেছেন।

এসএইচ-২৯/৩০/২১ (আঞ্চলিক ডেস্ক)