পদ্মার তীরে ‘জয় বাংলা এভিনিউ‘

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধের ওপর তৈরি করা হচ্ছে ৮ কিলোমিটার দীর্ঘ পাকা সড়ক। যার নামকরণ করা হয়েছে ‘জয় বাংলা এভিনিউ, নড়িয়া’। নির্মাণ শেষে জয় বাংলা এভিনিউটি হয়ে উঠবে পর্যটনের এক বিশেষ এলাকা।

পর্যটকদের সুবিধার্থে সড়কের পাশে তৈরি হবে বিশ্রামাগার। থাকবে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাও। রাতে জয় বাংলা এভিনিউ থাকবে সোডিয়াম লাইটে আলোকিত।

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ‘জয় বাংলা এভিনিউ, নড়িয়া‘ উদ্বোধনের জন্য স্থানীয় পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়।

ইতোমধ্যে পদ্মার ডান তীরঘেঁষে নির্মাণ সম্পূর্ণ হয়েছে প্রায় ২ কিলোমিটার সড়ক। শনিবার (১২ মার্চ) সকালে সড়কটির কাজের অগ্রগতি পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

এ সময় তিনি কাজের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ২৬ মার্চের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আবদুল হেকিম, ফরিদপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহিদুল আলম, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেদ উজ্জামান, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ নড়িয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

১ হাজার ৪১৭ কোটি টাকা ব্যয়ে চলমান শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধ প্রকল্পের অধীনেই নির্মাণ হচ্ছে ৮ কিলোমিটার পায়ে হাঁটার এই পাকা আরসিসি সড়ক।

এ সময় পানিসম্পদ উপমন্ত্রী বলেন, এখন নড়িয়া নদীভাঙনের ঝুঁকিমুক্ত। এটা একটা পর্যটন এলাকায় রূপ নিয়েছে। নড়িয়া উপজেলার পদ্মার ডান তীরকে আমরা ‘জয় বাংলা এভিনিউ, নড়িয়া‘ নামকরণ করেছি। স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে জাতীয় স্লোগানের প্রতি শ্রদ্ধা রেখে এ সড়ক উদ্বোধন করা হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশমতো কাজ করায় সারা দেশে নদীভাঙন কমে এসেছে।

এসএইচ-০৯/১২/২২ (আঞ্চলিক ডেস্ক)