জোড়া লাগানো যমজ শিশুর জন্ম

ভোলার লালমোহনে জোড়া লাগানো যমজ শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার রাতে লালমোহন পৌরসভার বেসরকারি একটি ক্লিনিকে জোড়া লাগানো শিশু দুটির জন্ম হয়।

জানা গেছে, লালমোহন ফুলবাগিচা গ্রামের ৮ নং ওয়ার্ড নিবাসী রাজমিস্ত্রি বিল্লালের স্ত্রী মিতু বেগমের গর্ভে জোড়া লাগানো শিশু দুটির জন্ম হয়।

মঙ্গলবার দুপুরে মিতুর প্রসব বেদনা উঠলে তাকে লালমোহন ক্লিনিকে নেওয়া হয়। পরে তার স্বাভাবিক প্রসবে জটিলতা দেখে দায়িত্বরত চিকিৎসক মিতুর সিজার করেন। রাত সাড়ে ৮টায় পেটে জোড়া লাগানো যমজ শিশু দুটির জন্ম হয়।

যমজ দুই শিশুর বাবা বিল্লাল হোসেন জানান, এক বছর আগে মিতুকে বিয়ে করেন তিনি। শিশু দুটির ভবিষ্যৎ নিয়ে দু’জনই এখন দিশেহারা। আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় শিশু দুটিকে বাঁচাতে সরকার ও হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন তিনি।

বর্তমানে মা ও যমজ সন্তান সুস্থ আছে। শিশু দুটিকে রাতেই শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

এসএইচ-০৬/১৩/২২ (আঞ্চলিক ডেস্ক)